IFFI 2021: উৎসবের সূচনায় বাংলার প্রতিনিধি ঋতাভরী, মঞ্চ মাতালেন সলমন-রণবীর-মৌনিরা Updated: 21 Nov 2021, 05:41 PM IST Priyanka Bose ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১-এ বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এদিন মঞ্চে সলমন খান, রণবীর সিং, মৌনি রায়, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা সহ একঝাঁক বলিউড তারকা নাচ পরিবেশন করেছেন।