বিগত দিনগুলিতে ভারতের মূল্যস্ফীতির হার ক্রমেই ঊর্ধ্বমুখী থেকেছে। এই আবহে দেশে নিম্নবিত্তদের পণ্য ক্রয়ের হার কমবে বলেই ধরে নেওয়া হয়েছিল। তবে এই ধারণার পুরোপুরি বিপরীত ধর্মী তথ্য ফুটে উঠল NSO-র 'গৃহস্থালী খরচ সমীক্ষায়'। সেই সমীক্ষার তথ্য অনুযায়ী, শহরের থেকে গ্রামে মাসিক খরচের হার বৃদ্ধি পেয়েছে।