MI vs KKR, IPL 2025- ‘রাসেলের উইকেটটাই টার্নিং পয়েন্ট’! ম্যাচ জিতে স্কাউটদের কৃতিত্ব দিলেন হার্দিক Updated: 31 Mar 2025, 11:01 PM IST Moinak Mitra ম্যাচে ব্যাট হাতে হার্দিককে নামতে হয়নি। প্রথম দুই ম্যাচে হারের পর কেকেআরকে মুম্বইয়ের বোলাররাই নাস্তানাবুদ করে দেওয়ায় জয়ের রাস্তা প্রশস্ত হয় এমআইয়ের। ম্যাচে মুম্বই অধিনায়ক নিজেও ভালো বোলিং করলেন, ২ ওভারে ১০ রান দিয়ে তুলে নেন অংকৃষ রঘুবংশীর উইকেটটি।