Fakhan Zaman on Babar Azam- বাধ্যবাধকতা থেকে বাবরের পাশে দাঁড়িয়েছে! শোকজের উত্তরে জানালেন বন্ধু ফাখর জামান…
Updated: 22 Oct 2024, 08:41 AM IST Moinak Mitra 22 Oct 2024 pakistan, babar azam, england vs pakistan, fakhar zaman, pakistan cricket, pcb, বন্ধু, পাকিস্তান, বাবর আজম, ফাখর জামান, পাক, ক্রিকেট, পিসিবি, ক্রিকেটার, টেস্ট, ইংল্যান্ড, ওডিআই, সিরিজ, মুলতান, তারকা, খেলোয়াড়, বাবরপাকিস্তান ক্রিকেট দল থেকে ইংল্যান্ড সিরিজের দুটি টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন তারকা ক্রিকেটার বাবর আজম। এরপরই তাঁর পাশে দাঁড়িয়ে কার্যত পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দেন সতীর্থ ফাখর জমান। এরপর তাঁকে শো কজ করা হয়। শো কজেরই পাল্টা উত্তর এবার পিসিবিকে দিয়ে দিলেন এই ক্রিকেটার
পরবর্তী ফটো গ্যালারি