Duare Sarkar First Day: প্রথম দিনই ৫.৫ লাখ আবেদন জমা দুয়ারে সরকারে, লাইনে দাঁড়িয়ে সমস্যায় পড়েছেন নাকি? Updated: 02 Apr 2023, 11:11 AM IST Abhijit Chowdhury দুয়ারে সরকারের ষষ্ঠ সংস্করণ শুরু হয়েছে গতকাল থেকে। এবার দু'দফায় হবে দুয়ারে সরকার কর্মসূচি। প্রথম দফায় দশদিন আবেদনপত্র জমা দেওয়া এবং শেষ দফায় পরিষেবা প্রদান করা হবে। নতুন চারটি পরিষেবা সহ এবার মোট ৩৩টি পরিষেবা দেওয়া হবে দুয়ারে সরকার থেকে।