ঘরোয়া বিমান পরিষেবা শুরু হল পশ্চিমবঙ্গে- এই নিয়মগুলি খেয়াল রাখুন
Updated: 28 May 2020, 08:12 AM IST Arghya Prasun Roychowdhury 28 May 2020 Domestic flight, Flight to Bengal, Covid-19 Updates, Flight guidelines of Bengal, বাংলার বিমানবন্দর, করোনাভাইরাস, Netaji Subhas Chandra Bose International Airport, NSCI Airport, দমদম এয়ারপোর্ট, এয়ারপোর্টে নিয়মবিমানে করে বাংলায় ফিরছেন বা অন্য কোথাও যাচ্ছেন? মাথায় রাখুন এই বিষয়গুলি। বৃহস্পতিবার থেকে বাংলায় আবারও শুরু হল যাত্রীবাহী উড়ান পরিষেবা। সেজন্য রাজ্য সরকারের তরফে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। আপনিও যদি বৃহস্পতিবার থেকে রাজ্য নামেন বা রাজ্যের কোনও বিমানবন্দর থেকে যাত্রা করেন, তাহলে কী কী বিষয় মাথায় রাখতে হবে, তা দেখে নিন একনজরে -
পরবর্তী ফটো গ্যালারি