Pralay Missile: প্রলয় মিসাইল কেনার অনুমতি দিল প্রতিরক্ষা মন্ত্রক, মোতায়েন হবে চিন ও পাক সীমান্তে Updated: 18 Sep 2023, 02:43 PM IST Abhijit Chowdhury ১২০টি প্রলয় মিসাইল কেনার অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। রিপোর্ট অনুযায়ী, এই মিসাইলগুলিকে চিনের সীমান্তে মোতায়েন করা হবে। এই প্রলয় ব্যালিস্টিক মিসাইল ১৫০ থেকে ৫০০ কিমি দূরত্বে লক্ষ্য ভেদ করতে সক্ষম।