IND vs AUS: অস্ট্রেলিয়া হারলেও বিশ্বকাপে দ্রুততম ১০০০ ওয়ার্নারের, সব থেকে কম ইনিংসে ‘৫০ উইকেট’ স্টার্কের Updated: 08 Oct 2023, 11:09 PM IST Abhisake Koley India vs Australia World Cup 2023: রবিবার চেন্নাইয়ে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলেও একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়েন দুই অজি তারকা। অবাক করা মিল হল, দুই তারকাই নজির গড়েন নিজেদের ১৯তম ইনিংসে।