Cyclone Midhili Latest Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতিগভীর নিম্নচাপ, বাংলায় চলবে তাণ্ডব?
Updated: 16 Nov 2023, 02:46 PM IST Abhijit Chowdhury 16 Nov 2023 cyclone, cyclonic storm, cyclone midhili, rain forecast, rain forecast in west bengal, deep depression over bay of bengal, west bengal heavy rain, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় মিধিলি, অতিগভীর নিম্নচাপ, বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসবাংলার উপকূলের আরও কাছে চলে এল অতিগভীর নিম্নচাপটি। আজ এমনিতেই সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গার আকাশে কালো মেঘে ছেয়ে আছে। উপকূলবর্তী কিছু এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে। আজ বাংলার বহু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার কথা। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিস্টেমটি।
পরবর্তী ফটো গ্যালারি