Cyclone effect on Kolkata and Rain Forecast: ঘূর্ণিঝড়ের প্রভাবে হু হু করে নামল কলকাতার পারদ, আজ বৃষ্টি হবে তিলোত্তমায়
Updated: 17 Nov 2023, 08:15 AM IST Abhijit Chowdhury 17 Nov 2023 cyclone, cyclone midhili, rain forecast, rain forecast in kolkata, rain forecast in west bengal, rain forecast in south bengal, kolkata temperature, kolkata weather today, west bengal heavy rain, ঘূর্ণিঝড় মিধিলি, কলকাতার আবহাওয়া, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতার তাপমাত্রা কমবেশুক্রবার সকালেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। এই আবহে কলকাতার আকাশে কালো মেঘ ঘুরঘুর করছে। গতকালও শহরে যৎসামান্য বৃষ্টি হয়েছিল। আজও বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে কলকাতার সর্বোচ্চ পারদ আজ অনেকটাই নীচে নামবে। পরে আগামিকাল থেকে নামতে শুরু করবে রাতের পারদ।
পরবর্তী ফটো গ্যালারি