Covid-19: টেস্ট বাড়লেও পর্যাপ্ত নয়, রাজ্যে রোজ প্রয়োজন ৪ হাজার টেস্ট, মত চিকিৎসক মহলের Updated: 28 Apr 2020, 02:26 PM IST HT Bangla Correspondent গত সাতদিনে রাজ্যে অনেকটা বেড়েছে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সংখ্যা। কিন্তু সেটা পর্যাপ্ত নয় বলে মত চিকিৎসক মহলের। তাঁদের বক্তব্য, দিনে কমপক্ষে ৪,০০০ টেস্ট করতে হবে। কেন তাঁরা এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, তা জেনে নিন -