Odisha Train Accident: ‘এটা রাজনীতির সময় নয়’, তাঁর উপস্থিতিতে মিডিয়ার সামনে মমতার বক্তব্যের পর পাল্টা দিলেন বৈষ্ণব
Updated: 03 Jun 2023, 10:23 PM IST Sritama Mitra 03 Jun 2023 Coromandel Express Accident, Mamata on odisha train accident, mamata accuses railway minister ashwini vaishnaw, করমণ্ডল রেল দুর্ঘটনা, ওড়িশা রেল দুর্ঘটনা নিয়ে মমলা, রেল দুর্ঘটনা নিয়ে মমতাকে জবাব অশ্বিনী বৈষ্ণবেরমিডিয়ার সামনেই কেন্দ্রীয় মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন মৃতের সংখ্যা নিয়ে। তার জবাবে উত্তর আসে রেলমন্ত্রীর তরফে।
ওড়িশার রেল দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া গোটা দেশে। এদিকে, তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ। অন্যদিকে, ঘটনাস্থলে পরিদর্শন করতে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপরই সেখানে পৌঁছন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে দুজনের সাক্ষাত হয়। মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাস্থলে দুই মন্ত্রী মুখোমুখি হন মিডিয়ার। সেখানেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা থেকে শুরু করে রেলের সমন্বয় নিয়ে প্রশ্ন তোলেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মিডিয়ার সামনে তিনি রেলমন্ত্রীর উপস্থিতিতে এই নিয়ে প্রশ্ন তোলেন। সন্ধ্যেয়ে যার জবাব আসে রেলমন্ত্রীর তরফে।
পরবর্তী ফটো গ্যালারি