করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার প্রায় পাঁচদিন কেটে গিয়েছে। এরই মাঝে রেলের তরফে দুর্ঘটনার কারণ জানতে বাহানগা স্টেশন এলাকা পরিদর্শন করা হয়েছে। তদন্তে নেমেছে সিবিআই। রুজু হয়েছে মামলা। রেলের তরফে প্রাথমিক রিপোর্টও পেশ করা হয়েছে। এরই মাঝে এই দুর্ঘটনায় নয়া মোড়।