Chinese food blogger: মাছ খাওয়ার শাস্তি ১৫ লাখ টাকা! তরুণীর ভিডিয়ো দেখে হতবাক গোটা দুনিয়া Updated: 02 Feb 2023, 01:44 PM IST Sanket Dhar Chinese food blogger bought a shark and cooked it for her own, has been penalised: ৬ ফুটের এই বিশাল মাছটি সম্প্রতি এক তরুণী কিনে আনেন স্থানীয় বাজার থেকে। মাছটি নিজে হাতে রান্না করে খাওয়ার ভিডিয়োও শেয়ার করেন। সেখানেই তিনি বলেন মাছটি সত্যিই ভীষণ নরম।