New Garia-Airport Metro Rail Work: এয়ারপোর্ট মেট্রো রুটে বড় জট খুলতে পারে শীঘ্রই, ভিআইপি বাজারে হবে 'সাইট ভিজিট'
Updated: 12 Mar 2023, 03:02 PM IST Abhijit Chowdhury 12 Mar 2023 indian railways, kolkata metro, rail vikas nigam ltd, vip bazar, em bye pass, ভারতীয় রেল, মেট্রো অরেঞ্জ লাইন, নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো রুট, রেল বিকাশ নিগম লিমিটেড, ভিআইপি বাজারইএম বাইপাসের ওপর দিয়ে বিমানবন্দরগামী মেট্রোর অরেঞ্জ রুটে জট রয়েছে ভিআইপি বাজারে। সেই জট এবার শীঘ্রই খুলতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহে রেল বিকাশ নিগম লিমিটেডের কর্তারা এই এলাকা পরিদর্শনে যাবেন। উল্লেখ্য, গত শুক্রবার নবান্নে মেট্রো কর্তৃপক্ষ এবং সিইএসসি-র কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
পরবর্তী ফটো গ্যালারি