Kolkata Weather Today & South Bengal Rain Forecast: রবির তেজ কমবে কালবৈশাখীর ঝড়ে, আজ বাংলার ১২ জেলায় বৃষ্টির পূর্বাভাস
Updated: 12 Mar 2023, 08:53 AM IST Abhijit Chowdhury 12 Mar 2023 kalbaisakhi, rain forecast, kolkata weather today, west bengal weather, rain in north bengal, rain in south bengal, কালবৈশাখী, বৃষ্টির পূর্বাভাস, কলকাতার আবহাওয়া, পশ্চিমবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসফেব্রুয়ারির শেষ লগ্ন থেকেই বঙ্গে তড়তড়িয়ে বেড়েছিল তাপমাত্রার গ্রাফ। মার্চের প্রথম সপ্তাহে সেই গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে বিগত কয়েক দিনে জেলায় জেলায় বৃষ্টিতে গরমের অস্বস্তি থেকে কিছুটা রেহাই পেয়েছে আম জনতা। কলকাতায় অবশ্য এখনও কালবৈশাখীর কোনও চিহ্ন দেখা যায়নি। তবে আগামী কয়েকদিনে কলকাতাতেও বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।
পরবর্তী ফটো গ্যালারি