Dearness Allowance Vote Bank Politics: ডিএ নিয়ে কেন এই উদাসীনতা? ‘অধিকার বনাম অনুদান’ বিতর্কের মাঝে কঠিন প্রশ্ন মমতাকে
Updated: 11 Mar 2023, 08:27 AM IST Abhijit Chowdhury 11 Mar 2023 dearness allowance, 6th pay commission, adhir chowdhury, congress, da protest, মহার্ঘ ভাতা, ষষ্ঠ বেতন কমিশন, ডিএ আন্দোলন, অধীর চৌধুরী, মতা বন্দ্যোপাধ্যায়এক পক্ষের বক্তব্য, 'ডিএ অধিকার'। এক পক্ষের দাবি, 'ডিএ অনুদান'। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে সরকারের বিরুদ্ধে গতকালই রাস্তায় নেমেছিলেন সরকারি কর্মীরা। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিপক্ষরা আক্রমণ শানাতে শুরু করেছেন সরকারকে। পিছিয়ে নেই প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি চাঁচাছোলা ভাষায় মমতাকে ডিএ ইস্যুতে তোপ দেগেছেন।
পরবর্তী ফটো গ্যালারি