Bata Share Dividend: ফুটওয়্যার কোম্পানি বাটা ইন্ডিয়ার শেয়ারধারী বিনিয়োগকারীদের জন্য সুখবর! বাটা ইন্ডিয়া তার বিনিয়োগকারীদের ভালো পরিমাণের লভ্যাংশ দিতে চলেছে। ফুটওয়্যার কোম্পানির বোর্ড ২০২১-২২ আর্থিক বছরের জন্য প্রতিটি শেয়ারে ১০৯০ শতাংশ (শেয়ার প্রতি ৫৪.৫০ টাকা) লভ্যাংশ বা ডিভিডেন্ড সুপারিশ করেছে।