Women’s Ashes 2025: কিম-কিংয়ের দাপটে মাত্র ১৮০ করেও ইংল্যান্ডকে হারাল অজি মেয়েরা Updated: 14 Jan 2025, 01:52 PM IST Subhajit Guha Roy ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। মাত্র ১৮০ রান তুলে জয় ছিনিয়ে নিল তারা। দুরন্ত বোলিং করলেন আলানা কিং এবং কিম গার্থ। ব্যাট হাতে ৬০ রান করেন এলিস পেরি।