Asia Cup 2023 Rain Forecast: কলম্বোয় 'সুপার ফোর'-র ৫টি ম্যাচেই হতে পারে বৃষ্টি! কালো মেঘ এশিয়া কাপের ফাইনালেও
Updated: 06 Sep 2023, 02:30 PM IST Ayan Das 06 Sep 2023 Asia Cup 2023, Rain Forecast, Colombo, IND vs PAK Weather Forecast, IND vs BAN Weather Forecast, IND vs SL Weather Forecast, এশিয়া কাপ ২০২৩, কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস, ভারত বনাম পাকিস্তানের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস, ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টির পূর্বাভাস, ভারত বনাম বাংলাদেশের ম্যাচে বৃষ্টির পূর্বাভাসআজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ‘সুপার ফোর’-র লড়াই। মোট চারটি দল আছে - ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। আর প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। যে দুটি দল শীর্ষে থাকবে, সেই দুটি দল ফাইনালে উঠবে। কলম্বোয় এশিয়া কাপের বাকি ম্যাচগুলির বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি