Ashok Chavan joins BJP: জোর ধাক্কা কংগ্রেসে, আদর্শ কেলেঙ্কারিতে গদি হারানো অশোক চহ্বান যোগ দিলেন বিজেপিতে Updated: 13 Feb 2024, 01:36 PM IST Abhijit Chowdhury ইউপিএ জমানায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন আদর্শ আবাসন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল অশোক চহ্বানের। সম্প্রতি নির্মলা সীতারামনের শ্বেতপত্রেও সেই কেলেঙ্কারির উল্লেখ ছিল। তবে সেই অশোক চহ্বানই আজ বিজেপিতে যোগ দিলেন।