৫ সেকেন্ড আগ এল অমঙ্গলবার্তা, চতুর্থবার পিছোল অগ্নিবাণ রকেটের লঞ্চ Updated: 28 May 2024, 03:24 PM IST Abhijit Chowdhury ভারতের প্রথম 'সেমি-ক্রায়োজেনিক' ডেমো রকেটের পরীক্ষামূলক লঞ্চ পিছিয়ে গেল ফের একবার। অগ্নিকূল নামক স্টার্টআপের তৈরি এই রকেটের উৎক্ষেপণ এই নিয়ে চতুর্থবারের জন্যে পিছিয়ে দেওয়া হল। এর আগে টানা দু'দিনে দু'বার এই রকেটের লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছিল।