6th Pay Commission Salary Hike: লোকসভার পরই বাড়তে পারে এই রাজ্যের সরকারি কর্মীদের বেতন, অঙ্কে ঘুরবে মাথা! Updated: 19 Mar 2024, 01:09 PM IST Abhijit Chowdhury কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় এই রাজ্যের ডিএ-র হার অনেকটা কম। সম্প্রতি তাও ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে তাতেও রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটেনি। তবে ভোট মিটতেই রাজ্যের সরকারি কর্মীদের মুখের হাসি চওড়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।