DA Hiked by 12 Percent: ১২% DA বাড়ছে! জানুয়ারির আগেই সরকারি কর্মীদের সুখবর এই রাজ্য সরকারের Updated: 27 Dec 2022, 04:57 PM IST Ayan Das DA Hiked by 12 Percent: নয়া বছরের জানুয়ারির আগেই এল বড়সড় সুখবর। রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স (মহার্ঘ ভাতা বা ডিএ) ১২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হল। সেইসঙ্গে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বাড়ানো হয়েছে।