মূল্যস্ফীতির বিষয়টি নিয়ে সংসদের উভয় কক্ষেই আলোচনা হয়েছে। বিরোধীরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার উপর তীব্র আক্রমণও করেছে। কিন্তু আজ বুধবার, ৩ অগস্ট এই মূল্যস্ফীতির ক্ষত নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করতে পারে কেন্দ্র। কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের একটি বড় উপহার দিতে পারে মোদী সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। সেই বৈঠকেই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেওয়া হতে পারে।