সপ্তম বেতন কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের বেতন এবং মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়ে থাকে। তবে অনেক সময়ই সময়মতো ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় না। বছরে দুবার সংশোধিত হয়ে থাকে ডিএ – জানুয়ারি এবং জুলাই। তবে সরকারের তরফে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় পরে। তখন বকেয়া ডিএ দেওয়া হয়। আবার কোভিড কালের দেড় বছরের বকেয়া ডিএ এখনও দেয়নি সরকার। এই আবহে যখন সেই ডিএ ঢুকবে তখন আয়কর বাবদ অনেক টাকার কাটার কথা! কিন্তু এর থেকে বাঁচার উপায় রয়েছে।