6th Pay Commission Protest Update: ডিএ-বেতনের দাবিতে অনড় সরকারি কর্মীরা, মুখ্যমন্ত্রীর জন্য সাজানো হল 'চক্রব্যূহ'
Updated: 11 Jul 2024, 07:31 AM IST Abhijit Chowdhury 11 Jul 2024 6th pay commission, da protest, government employee, state government employee, da hike for state govt employees, salary hike, 7th pay commission, ষষ্ঠ বেতন কমিশন, সপ্তমবেতন কমিশন, বেতন বৃদ্ধি, ডিএ বৃদ্ধি, বকেয়া ডিএ, ডিএ আন্দোলন, রাজ্য সরকারি কর্মীপ্রতিশ্রুতি দিয়েও এখনও তা পূরণ করেননি মুখ্যমন্ত্রী। আর তাই এই রাজ্যের সরকারি কর্মীরা তাঁকে চাপে ফেলতে নয়া ছক কষলেন। বিধানসভা অধিবেশন চালু হতেই তীব্র আন্দোলন শুরু করবেন এই রাজ্যের সরকারি কর্মীরা। বেতন, ডিএ বাড়ানোর পাশাপাশি পেনশন নিয়েও বড়া দাবি আছে তাঁদের।
পরবর্তী ফটো গ্যালারি