
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বেজিংয়ে শুরু হল চিনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস। সেই অনুষ্ঠানের শুরুতেই নিজের ভাষণে চিনের বিভিন্ন দিক নিয়ে কিছু উল্লেখযোগ্য মন্তব্য করেন শি জিনপিং। হংকং, ম্যাকাও, তাইওয়ান প্রসঙ্গে তিনি চিনের বর্তমান নীতির বিষয়ে স্পষ্ট ধারণা তুলে ধরলেন। চিনা কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে জিনপিং বলেন, ‘হট্টগোলের রাজনীতি থেকে সুশাসনের পথে ফিরেছে হংকং। হংকং এবং ম্যাকাওয়ের মতো অঞ্চলগুলিতে স্বায়ত্তশাসন বজায় থাকবে এবং সেখানে দেশপ্রেমীরা ক্ষমতায় থাকবেন।’ এদিকে তাইওয়ানে ‘বল প্রয়োগ’ করা নিয়েও মুখ খোলেন চিনের সর্বোচ্চ নেতা।
তাইওয়ান নিয়ে জিনপিং এদিন দাবি করেন, ‘হংকংয়ের পরিস্থিতি উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে চিনের। তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও তৃতীয় শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।’ জিনপিংয়ের কথায়, ‘তাইওয়ান সমস্যা সমাধান করা চিনা জনগণের নিজস্ব বিষয়। চিনা জনগণকে একাই এর সমাধান করতে হবে। আমরা আন্তরিকতার সাথে শান্তিপূর্ণ পুনর্মিলনের চেষ্টা চালিয়ে যাব। কিন্তু বল প্রয়োগের বিষয়টি পরিত্যাগ করতে কখনই প্রতিশ্রুতিবদ্ধ হব না।’ উল্লেখ্য, ১০ বছর ধরে চিনের কমিউনিস্ট পার্টি ও দেশের সর্বোচ্চ পদে রয়েছেন শি জিনপিং। তিন দশকের নিয়ম ভেঙে ফের দল ও দেশের সর্বোচ্চ পদে ফিরতে চলেছেন জিনপিং। এবং এর ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় হাতিয়ার চিনা জাতির ‘অভিমান’ এবং তাইওয়ান, হংকং নিয়ে জাতীয়তাবাদী মনোভাব।
এদিকে হংকং এবং ম্যাকাও প্রসঙ্গে জিনপিং বলেন, ‘আমাদের এক দেশ, দুই নীতি কার্যকর করতে হবে দেশে। হংকংয়ের মানুষরাই হংকং শাসন করবেন, ম্যাকাওয়ের মানুষরাই ম্যাকাও শাসন করবেন। আমাদের উচিত অর্থনীতির উন্নয়ন, জনগণের জীবনযাত্রার উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং সমস্যা সমাধান, দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য হংকং এবং ম্যাকাওকে সাহায্য করা। এর ফলে চিনা জাতির মহান পুনর্জাগরণ উপলব্ধি করতে আরও ভালো ভূমিকা পালন করতে পারবে হংকং এবং ম্যাকাও।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports