
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
থানা এলাকার মধ্যেই রেস্তোরাঁ। তাই বিরিয়ানির দাম দেওয়ার দরকার নেই। পুনের এক পুলিশ আধিকারিকের এমনই মন্তব্যের অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সেই অডিয়ো ক্লিপ যাচাইয়ের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল।
অভিযুক্ত অফিসারের নাম প্রিয়াঙ্কা নার্নাভারে। তিনি পুনের জোন ওয়ানের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিএসপি)। যদিও এই অডিয়ো ক্লিপ এডিট করা এবং ভুয়ো বলে দাবি করেছেন প্রিয়াঙ্কা নার্নাভারে।
অডিয়ো ক্লিপে, ওই অফিসার তাঁর অধস্তনের কাছে কোথায় ভাল ননভেজ খাবার পাওয়া যায় তা জানতে চান। তিনি তখন তাঁকে সদাশিব পেঠ এলাকার একটি সুপরিচিত রেস্তোরাঁ সম্পর্কে বলেন। জানান যে সেখানে আসল ঘি এবং কোলহাপুরি মাটন দিয়ে তৈরি বিরিয়ানি পাওয়া যায়। কিনে আনা হবে কিনা তা বসকে জিজ্ঞাসা করেন ওই পুলিশকর্মী।
এরপরেই অফিসারকে বলতে শোনা যায়, 'টাকা দেবে কেন? আমাদের থানা এলাকার মধ্যেও টাকা দিতে হবে? অধস্তনকে তখন বলতে শোনা যায় যে তাঁরা সাধারণত খাবারের জন্য দাম দেন। কিন্তু ওই অফিসার ফ্রি-তেই বিরিয়ানি আনার কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল জানান, 'আমি অডিয়ো ক্লিপটা শুনেছি। খুবই গুরুতর বিষয়। আমি পুলিশ কমিশনারকে তদন্ত করতে বলেছি। তিনি রিপোর্ট জমা দিলে রাজ্য সরকার ওই আধিকারিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports