দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে ধাক্কা দিয়েছিল বাগমতি এক্সপ্রেস। তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যুর কোনও ঘটনা হয়নি। তবে সূত্রের খবর, দুর্ঘটনার পরেই তিরুভুল্লার পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। যার জেরে বাগমতীতে কার্যত মৃত্যুর কোনও নজির নেই এই দুর্ঘটনায়।
কীভাবে দ্রুততার সঙ্গে এই দুর্ঘটনায় উদ্ধারকাজ চালানো হল? পুলিশের স্ট্রাইকিং ফোর্সের টিম এইচ ওয়ান-১ কামরার কাঁচের জানালা ভেঙে ফেলে। সেটা এসি কামরা ছিল। এরপর তার ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। অন্তত ১০জন যাত্রীকে তার মধ্য়ে থেকে উদ্ধার করা হয়।
এসপি শ্রীনিবাসা পেরুমল ও স্ট্রাইকিং ফোর্সের ৫জন সদস্য উদ্ধার করতে গিয়ে সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, H1-A1, B1, B2, B3, B4, কামরাগুলিি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূলত ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাসের কামরা ও অন্যান্য সাতটি কামরা থেকে উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্ত কামরার উপর উঠে পড়েছিলেন পুলিশ টিমের সদস্যরা। কামরার ভেতর থাকা সমস্ত বাথরুমগুলিতেও তন্ন করে খোঁজা হয়। কেউ আটকে পড়েছে কি না এটা জানার জন্য।
এসপি শ্রীনিবাস পেরুমল টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, শুক্রবার রাত ৮টা ৩২ মিনিট নাগাদ প্রথম খবর পেয়েছিলাম দুর্ঘটনায় পড়েছে ট্রেনটি। এরপরই ১০৮ হেল্পলাইন নম্বরে ফোন করি। এরপর আরএমকে ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে অন্তত ২০টি অ্য়াম্বুল্যান্সকে মজুত রাখা হয়েছিল।
এসপি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমাদের বলা হয়েছিল সব মিলিয়ে ১৩৬২জন যাত্রী ছিলেন ট্রেনের মধ্যে। এর বাইরেও ক্রু, পুলিশ, প্যানট্রি কারের স্টাফরাও ছিলেন। এই ট্রেনটি রাত ৭টা বেজে ২০ মিনিট নাগাদ চেন্নাই সেন্ট্রাল স্টেশন ছেড়েছিল।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই তিনটি বিয়ে বাড়ির জন্য বরাদ্দ অনুষ্ঠান হলকে বরাদ্দ রাখা হয়। অন্তত ৫০০ ফুড প্যাকেট, জলের বোতল, বিস্কুটের প্যাকেট, মজুত রাখা হয়। সেই সঙ্গেই ১৫টি বাসকেও মজুত রাখা হয়েছিল। তার মধ্যে কলেজের বাসও ছিল।
নর্থ জোন ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ আসরা গর্গ ও সিনিয়র পুলিশ অফিসাররও দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁরা গোটা উদ্ধারকাজকে পরিচালনা করেন। এরমধ্যেই আরপিএফ, জিআরপি, এনডিআরএফ সহ বিভিন্ন উদ্ধারকারী টিম ঘটনাস্থলে যায়। এদিকে আহতদের একাধিক হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্তত ১৪টি অ্য়াম্বুল্যান্সকে বরাদ্দ করা হয়েছিল। মূলত যাত্রীদের যাতে দ্রুততার সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা যায় সেজন্য সবরকম উদ্যোগ নেওয়া হয়েছিল।