Uttarkashi Tunnel Collapse Latest Update: কারও বমি হচ্ছে, কেউ মাথা ব্যথায় কাবু, উত্তরকাশির টানেলে ৩ দিন পরও আটকে ৪০ জন
2 মিনিটে পড়ুন Updated: 15 Nov 2023, 03:40 PM ISTরিপোর্ট অনুযায়ী, সিল্কইয়ারা এবং দন্ডলগাওঁয়ের মাঝে তৈরি হচ্ছিল এই টানেলটি। রবিবার খুব ভোরে সেই টানেলে ধস নামে। এই গোটা টানেলটি সাড়ে চার কিলোমিটার লম্বা বলে জানা গিয়েছে। তারই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধসটা নামে গত ১২ নভেম্বর ভোর ৪টে নাগাদ।
উত্তরকাশিতে ধসে পড়া টানেল