ওয়াশিংটন ডিসির কাছে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩৪২-এর সংঘর্ষ হল একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে। সংঘর্ষের পরে বিমানটি পাশের নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই দুর্ঘটনার জেরে ওয়াশিংটন ডিসি বিমানবন্দর থেকে সব উড়ান ওঠানামা আপাতত বন্ধ করে দেওয় হয়েছে। ঘটনা প্রসঙ্গে মার্কিন ফেডারেল বিমান পরিচালনা কর্তৃপক্ষ বলে, মার্কিন পূর্ব উপকূলের স্থানীয় সময় অনুযায়ী, রাত ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছিল। এদিকে দুর্ঘটনার কবলে পড়া কানসাস থেকে উড়েছিল। এদিকে দুর্ঘটনাস্থলটি হোয়াইট হাউজের থেকে খুব বেশি দূরেও নয়। (আরও পড়ুন: কেন মহাকুম্ভে পদপিষ্ট এত জন? ষড়যন্ত্র কি? বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ যোগীর)
আরও পড়ুন: নজর ছিল গোটা বিশ্বের, সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নিল মার্কিন ফেডারেল রিজার্ভ?
ঘটনা প্রসঙ্গে মার্কিন সিনেটর টেড ক্রুজ জানিয়েছেন, বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়। ক্রুজ বলেন, 'আমরা এখনও জানি না যে বিমানের কতজন নিহত হয়েছেন, তবে আমরা জানি যে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।' এদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে ট্রাম্পকে অবগত করা হয়েছে বলে জানান হোয়াইট হাউজ প্রেস সচিব ক্যারোলিন লেভিট। এদিকে যাত্রীবাহী বিমানটি পার্শ্ববর্তী পোটোম্যাক নদীতে পড়ে যায়। (আরও পড়ুন: ভারতে ঢুকে বড় বড় গর্ত খুঁড়ছে বাংলাদেশিরা, দেখেই তাড়া গ্রামবাসীদের)
আরও পড়ুন: BSF-এর মহিলা জওয়ানের ওপর হামলার চেষ্টা, গুলি চলতেই ছুট বাংলাদেশিদের
এর আগে গত ২ জানুয়ারি লস অ্যাঞ্জেলেস থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল আরও একটি ছোট বিমান। এই দুর্ঘটনায় ২ জনের মত্যু ঘটেছিল। আরও ১৮ জন যাত্রী তাতে আহত হয়েছিলেন। ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ্যিক ভবনে এই বিমানটি ভেঙে পড়েছিল। (আরও পড়ুন: বঙ্গোপসাগরে রণতরী থেকে মিসাইল লঞ্চ, মহড়ায় বাংলাদেশের নৌবাহিনী)