'ভারতের দৃষ্টিভঙ্গি সবসময় দায়িত্বশীল ছিল এবং থাকবে।’ মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও-র সঙ্গে কথোপকথনের পরে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ নিয়ে উত্তেজনা বাড়ছে। সেই আবহে শুক্রবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, ভারত-পাকিস্তান সংঘাতের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও বিষয় নয়। কিন্তু শনিবার সকালে হতেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফোন করেন মার্কিন বিদেশ সচিব।
মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, 'মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। রুবিও উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করেছেন এবং ভবিষ্যতের সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করার জন্য মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন।' অন্যদিকে এক্স হ্যান্ডেলে বিদেশমন্ত্রী বলেন, ‘মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে আজ সকালে কথা হয়েছে। ভারতের দৃষ্টিভঙ্গি সব সময়ই পরিশীলিত ও দায়িত্বশীল ছিল এবং থাকবে।’
আরও পড়ুন-ভারতে হামলা চালাতে ব্যবহৃত অস্ত্রের খরচ যেন পাককে মেটাল, IMF ঋণ দেওয়ায় বিরক্ত ওমর
একই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিয়াভিট বলেন, 'যত দ্রুত সম্ভব ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রশমন চান প্রেসিডেন্ট।তিনি জানেন, দুই দেশের মধ্যে সমস্যা বহুদিনের। এমনকী তিনি ক্ষমতায় আসার আগে থেকেই সমস্যা চলছে। তবে দুই দেশের প্রধানদের সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো। বিদেশ সচিবও দুই দেশের সঙ্গেই যোগাযোগ রাখছেন। এই দ্বন্দ্ব যাতে শেষ হয়, সেই চেষ্টা তিনি করছেন।'
আরও পড়ুন-ভারতে হামলা চালাতে ব্যবহৃত অস্ত্রের খরচ যেন পাককে মেটাল, IMF ঋণ দেওয়ায় বিরক্ত ওমর
উল্লেখ্য, টানা তিন রাত পাকিস্তান ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলেছে। ভারতও পাল্টা প্রতিরোধ করেছে। শনিবারও জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে প্রবল গোলাবর্ষণ করা হয়েছে। যার জেরে কাশ্মীরে সরকারি আধিকারিক-সহ তিন জনের মৃত্যুও হয়েছে। এই আবহে ভারতীয় সেনা সাংবাদিক বৈঠকে জানিয়েছে, পশ্চিম সীমান্তে পাকিস্তান সেনা মোতায়েন বৃদ্ধি করছে। সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তানি সেনা।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 'পাকিস্তান ২০২৫ সালের ১০ মে জম্মুর বিখ্যাত শম্ভু মন্দির এবং আবাসিক এলাকাগুলিকে লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রেখেছে। রাতভর একাধিক সশস্ত্র ড্রোন পাঠানো হয়েছে, যা সাধারণ মানুষ এবং ধর্মীয় স্থানগুলিকে বিপদে ফেলেছে। ভারতীয় সশস্ত্র বাহিনী সতর্ক রয়েছে।'