
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইউক্রেন জুড়ে ভয়ের আবহ। সংকটের মাঝেও মানবিকতার হাজারো ছবি ফুটে উঠছে সেই দেশজুড়ে। আর সেই তালিকায় নবতম সংযোজন এক ভাইরাল ভিডিয়ো। অচেনা শিশুদের বর্ডার পার হতে সাহায্য করলেন এক ইউক্রেনীয় মহিলা। পৌঁছে দিলেন তাদের মায়ের কাছে। কৃতজ্ঞতায় আবেগে সেই মহিলাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালেন সেই মা।
রিপোর্ট অনুযায়ী, শনিবার নাতালিয়া আবলেইভা(৫৮) নামের ওই মহিলা ইউক্রেন থেকে হাঙ্গেরির সীমান্ত অতিক্রম করেন। আর সেই যাত্রায় তাঁর সঙ্গী ছিল দুই অপরিচিত শিশু। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, নাতালিয়ার সঙ্গে তাঁর শহর কামিয়ানেতস-পোডিলস্কি-তে ৩৮ বছরের এক ব্যক্তির দেখা হয়। সেই ব্যক্তির সঙ্গে ছিলেন তাঁর এক মেয়ে ও এক ছেলে।
নাতালিয়ার কাছে ওই ব্যক্তি তাঁর বর্ডার পারের পরিকল্পনা জানতে পারেন। দুই শিশুর বাবা নিজে দেশ ছাড়তে পারবেন না। কারণ সরকারি নিয়ম অনুযায়ী বর্তমানে ১৮ থেকে ৬০ বছরের পুরুষরা দেশরক্ষার জন্য থাকবেন। এমন পরিস্থিতিতে অচেনা মহিলা নাতালিয়াকে তিনি, তাঁর দুই শিশুকে নিয়ে যেতে অনুরোধ করেন।
ওই ব্যক্তির স্ত্রী তথা দুই শিশুর মা ইতালিতে থাকেন। ঠিক হয়, তিনি হাঙ্গেরির সীমান্তে আসবেন। সেখানে তাঁর হাতে শিশুদের তুলে দেবেন ওই মহিলা। নাতালিয়া ওই ব্যক্তির অনুরোধে রাজি হয়ে যান। তারপর দুই শিশুকে সঙ্গে নিয়ে, তাঁদের অভিভাবক হিসাবে ইউক্রেন-হাঙ্গেরির সীমান্তের উদ্দেশ্যে যাত্রা করেন।
শেষ পর্যন্ত সীমান্তে এসে দুই শিশুকে তাদের ৩৩ বছরের মায়ের হাতে তুলে দেন তিনি। কৃতজ্ঞতা, আনন্দ, আবেগে ওই মহিলাকে জড়িয়ে ধরেন দুই শিশুর মা অ্যানা সেমইউক। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ভিডিয়ো :
ভিডিয়োর এক কমেন্টে জনৈক টুইটার ব্যবহারকারী লেখেন, 'এই জগতে আমরা সবাই সবার সঙ্গে কোনও না কোনওভাবে সম্পর্কিত। আমরা সবাই সবার বন্ধু। এই ভিডিয়োই তার প্রমাণ। তবে কেন এই হিংসা, হানাহানি?'
?'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports