বাংলা নিউজ > ঘরে বাইরে > Strict Laws for Women's Welfare: আইনকে অস্ত্র করে স্বামীর কাছ থেকে তোলাবাজি চলবে না: সুপ্রিম কোর্ট

Strict Laws for Women's Welfare: আইনকে অস্ত্র করে স্বামীর কাছ থেকে তোলাবাজি চলবে না: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, হিন্দু বিবাহকে সর্বদাই একটি পবিত্র বন্ধন তথা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়। কারণ, তা একটি পরিবারের ভিত্তি রচিত করে। এই বিবাহকে কখনই 'বাণিজ্যিক প্রকল্প' হিসাবে গণ্য করা বা ব্যবহার করা যায় না।

মহিলাদের সাহায্য করার জন্য যে কঠোর আইন আনা হয়েছে, তা কখনই স্বামীদের হেনস্থা করা, ভয় দেখানো বা তাঁদের কাছ থেকে টাকা আদায় করার জন্য অপব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার একটি মামলা প্রসঙ্গে এমনই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত আরও স্পষ্ট করে দিয়েছে, বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামীর কাছ থেকে প্রাক্তন স্ত্রী খোরপোষ বাবদ যে অর্থ পান, তা তাঁকে এই কারণে দেওয়া হয় না, যাতে তিনি বিবাহ বিচ্ছেদের আগে যেভাবে জীবন যাপন করতেন, তা বজায় রাখতে পারেন।

বরং, বিবাহ বিচ্ছিন্না মহিলাদের খোরপোশ এই কারণে দেওয়া হয়, যাতে তাঁরা তাঁদের জীবন যাপনের সম্মানজনক একটা মান বজায় রেখে এগিয়ে যেতে পারেন।

উল্লেখ্য, কিছু দিন আগেই তরুণ প্রযুক্তিবিদ, বেঙ্গালুরুর বাসিন্দা অতুল সুভাষের আত্মহত্যার ঘটনা সারা দেশের মানুষকে নড়িয়ে দিয়েছে! অতুল তাঁর দীর্ঘ সুইসাইড নোট, শেষ চিঠি এবং একটি দীর্ঘ ভিডিয়ো বার্তায় জানিয়ে গিয়েছেন, কীভাবে তাঁর প্রাক্তন স্ত্রী ও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যরা খোরপোষ আদায়ের নামে তাঁর উপর লাগাতার অত্যাচার করে গিয়েছেন।

সবথেকে বড় কথা হল, এই অত্যাচারের জন্য বিচার বিভাগের একাংশের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন অতুল সুভাষ। এমনকী, অতুলের আত্মহত্যার ঘটনার পরই আরও কয়েকটি একই ধরনের মর্মান্তিক ও নির্মম আত্মহত্যার ঘটনা সামনে এসেছে।

সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শীর্ষ আদালত এই যে পর্যবেক্ষণটি করেছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, একজন ব্যক্তি তাঁর বর্তমান আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে তাঁর প্রাক্তন স্ত্রীর চাহিদা মেটানোর দায়ভার অনন্তকালের জন্য নিতে বাধ্য হতে পারেন না।

একইসঙ্গে আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, হিন্দু বিবাহকে সর্বদাই একটি পবিত্র বন্ধন তথা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়। কারণ, তা একটি পরিবারের ভিত্তি রচিত করে। এই বিবাহকে কখনই 'বাণিজ্যিক প্রকল্প' হিসাবে গণ্য করা বা ব্যবহার করা যায় না।

সংশ্লিষ্ট মামলা প্রসঙ্গে বিচারপতি বি ভি নাগারত্না এবং বিচারপতি পঙ্কজ মেহতার বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দেয়, 'মহিলাদের সতর্ক থাকতে হবে এবং বুঝতে হবে, তাঁদের হাতে যে আইনি অস্ত্র রয়েছে, তা শুধুমাত্র তাঁদের কল্যাণের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। কিন্তু, কখনই এই আইনকে হাতিয়ার করে তাঁরা তাঁদের স্বামীদের শাস্তি বা হুমকি দিতে, আধিপত্য কায়েম করতে, অথবা টাকা আদায় করতে পারেন না।'

যে মামলার শুনানি চলাকালীন এই পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট, সেই মামলাটিরও নিষ্পত্তি বৃহস্পতিবারই করে দেওয়া হয়। আদালত সংশ্লিষ্ট দম্পত্তিকে আইনত বিচ্ছিন্ন ঘোষণা করে রায় দেয়। সংশ্লিষ্ট পুরুষটিকে বলা হয়, তাঁকে আগামী একমাসের মধ্যে তাঁর প্রাক্তন স্ত্রীকে ১২ কোটি টাকা খোরপোষ দিতে হবে। এবং সেটাই হবে 'ফুল অ্য়ান্ড ফাইনাল সেটলমেন্ট'। অর্থাৎ, এরপর আর ওই মহিলা তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে একটি পয়সাও দাবি করতে পারবেন না।

কিন্তু, মহিলা তাতে খুশি ছিলেন না। তাঁর বক্তব্য ছিল, তাঁর প্রাক্তন স্বামীর মোট ৫,০০০ কোটি টাকার সম্পদ রয়েছে। ভারত ও আমেরিকায় তাঁর একাধিক সম্পত্তি রয়েছে। এবং তিনি যখন তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন, তখন খোরপোষবাবদ তাঁকে ৫০০ কোটি টাকা এবং ভার্জিনিয়ায় একটি বাড়ি দিয়েছিলেন।

এর প্রেক্ষিতে আদালত বলে, স্বামীর কত টাকা বা কত রোজগার আছে, আদালত শুধুমাত্র সেটুকুই বিবেচনা করবে না। আদালতকে এও বিবেচনা করে দেখতে হবে যে এক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলার রোজগার কত, তাঁর সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য কীরকম অর্থের প্রয়োজন, তাঁর বাসস্থানের অধিকার কী এবং আরও অনেক কিছু।

আদালত আরও বলে, 'আমরা প্রায়ই দেখতে পাচ্ছি, এক পক্ষ (প্রাক্তন স্ত্রী) সেই সম-পরিমাণ সম্পদ দাবি করছে, যা অপর পক্ষের (প্রাক্তন স্বামী) কাছে রয়েছে। আমরা এই দাবি মানতে পারি না। দেখা যাচ্ছে, এক পক্ষ সেই পরিমাণ অর্থ দাবি করছে, যা তাদের প্রাক্তন স্বামীর অর্ধেক। অর্থাৎ, সমান-সমান সম্পদের ভাগাভাগি চাওয়া হচ্ছে।'

আদালত আরও প্রশ্ন তোলে, 'যদি বিবাহ বিচ্ছেদের পর কোনও অঘটনের জেরে স্বামী দরিদ্র হয়ে যান, তখনও কি প্রাক্তন স্ত্রী তার (সেই দারিদ্র্যের) সমান ভাগীদার হতে চাইবেন?'

এরপরই আদালত সেইসব উদাহরণ টেনে আনে, যেখানে আইনি রক্ষাকবচের অপব্যবহার করে প্রাক্তন স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা প্রাক্তন স্বামীর উপর কার্যত জুলুমবাজি করেছেন! এক্ষেত্রেও তেমনটা করা হয়েছিল। সংশ্লিষ্ট মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে ফৌজদারি ধারাতেও মামলা রুজু করেছিলেন। শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে।

পরবর্তী খবর

Latest News

হাতে ট্রে, তেল-মশলা কষিয়ে রান্নাঘরে এবার রাঁধবে এক রোবট! হতবাক কনীনিকা গরমে শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ! সবুজ রাখতে শুধু এই ৫টি টিপস মেনে চলুন 'এটা ক্ষমার অযোগ্য…', পহেলগাঁওয়ে ২৬ জনকে হত্যা, প্রতিবাদে সোচ্চার অক্ষয়-ভিকিরা দিল্লিতে জয়শংকর, ডোভালকে নিয়ে হাইভোল্টেজ মিটিং মোদীর, কাশ্মীরে কী পরিস্থিতি? প্রয়াণের মাত্র ৩৭ দিন আগে অস্কার পান সত্যজিৎ, কী বলেছিলেন হাসপাতালের বেডে শুয়ে? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ সৌদির সফর ছেঁটে বুধে দিল্লি ফিরলেন মোদী, এসেছে ট্রাম্পের ফোন, নেতানিয়াহুর বার্তা একটি ফ্রিজ কত বিদ্যুৎ খরচ করে? নিয়মিত ফ্রিজ চালিয়েও বিদ্যুৎ বিল বাঁচাবেন কীভাবে? ‘মৌচাকে ঢিল পড়েছে’, ‘ফি’ নিয়ে আন্দোলনে তারকারা!বিতর্কের মাঝে ফের তোপ অরিন্দমের জঙ্গিদের মুখে ছিল মোদীর প্রতি তিরস্কার? কেউ বললেন,'গুলি চালানোর আগে…'

Latest nation and world News in Bangla

দিল্লিতে জয়শংকর, ডোভালকে নিয়ে হাইভোল্টেজ মিটিং মোদীর, কাশ্মীরে কী পরিস্থিতি? সৌদির সফর ছেঁটে বুধে দিল্লি ফিরলেন মোদী, এসেছে ট্রাম্পের ফোন, নেতানিয়াহুর বার্তা জঙ্গিদের মুখে ছিল মোদীর প্রতি তিরস্কার? কেউ বললেন,'গুলি চালানোর আগে…' কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেতেই সৌদিতে বড় সিদ্ধান্ত নিলেন মোদী! কী করতে চলেছেন? শ্রীনগরে বৈঠকে শাহ, পহেলগাঁওতে ‘সার্চ অপারেশন’ শুরু! হাই অ্যালার্টে দিল্লি ৬ দিন আগেই বিয়ে হয়, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হল ভারতীয় নৌসেনার অফিসারের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত ২৬, ‘আমার বরের মাথায় গুলি করল’ বুকফাটা কান্না মহিলার অন্ধ্রে উষা ভান্সের পৈতৃক বাড়িতে হঠাৎ হাজির রাজস্ব দফতরের আধিকারিকরা, কী কারণে? ‘যাও মোদীকে বোলো এটা..’, স্বামীকে গুলি করে স্ত্রীকে হাড়হিম করা বার্তা জঙ্গিদের মহিলারা কখনও পোপ হতে পারবেন না! কেন?

IPL 2025 News in Bangla

মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার! পন্তকে প্যাড পরিয়ে বসিয়ে রাখল LSG, খেলাল ২টি বল, কার সিদ্ধান্ত? প্রশ্ন কুম্বলের রোহিত-কোহলি-জাদেজা অবসরে, IPL-এ চমক দেখিয়ে T20 WC 2026-এর দলে ঢুকতে পারেন কারা? KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.