‘আপনাকে স্বাগত।’ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারীসুনীতা উইলিয়ামসের পৃথিবীতে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
মহাকাশে টানা ২৮৬ দিন (নয় মাস) কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ ফ্লোরিডা উপকূলে সমুদ্রের জলে নামে তাঁদের মহাকাশযান।সুনীতার পৃথিবীতে ফিরতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে।
ইসরোর তরফে এক্স পোস্টে লেখা হয়, ‘সুনীতা উইলিয়ামস, আপনাকে স্বাগত। আইএসএস-এ দীর্ঘ অভিযানের পর আপনার নিরাপদ প্রত্যাবর্তন একটি স্মরণীয় অর্জন। এটা মহাকাশ অনুসন্ধানের প্রতি নাসা, স্পেসএক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতার প্রমাণ।’সেই সঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, ‘আমরা মহাকাশ অনুসন্ধানে আপনার দক্ষতা কাজে লাগাতে চাই।’
অন্যদিকে সুনীতাকে জানিয়ে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, ‘সুনিতা উইলিয়ামস, আবার স্বাগতম! আইএসএস-এ দীর্ঘ অভিযানের পর আপনার নিরাপদ প্রত্যাবর্তন একটি অসাধারণ অর্জন। মহাকাশ অনুসন্ধানের প্রতি নাসা, স্পেসএক্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রমাণ! ইসরো চেয়ারম্যান হিসেবে, আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামিদিনের শুভকামনা জানাচ্ছি ৷’ ইসরোর চেয়ারম্যান এক্স পোস্টে আরও উল্লেখ করেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যখন ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে ৷ এইরকম একটা উন্নয়নশীল সময়ে আমরা মহাকাশ অনুসন্ধানে আপনার দক্ষতা কাজে লাগাতে চাই ৷’
মহাকাশ স্টেশনে ৯ মাস থাকার পর বুধবার ভোরে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার নভোচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস। তাদের বোয়িং মহাকাশযানে একটি ত্রুটির কারণে মহাকাশে তাদের আট দিনের যাত্রা নয় মাস পর্যন্ত দির্ঘায়িত হয়েছে ।মূলত, অতিথি হয়েই মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ।
তাঁদের পৃথিবীতে ফিরে আসা নিয়ে বিভিন্নরকম অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে সেই উদ্বেগের অবসান ঘটল।বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) সুনীতারা ফিরলেন পৃথিবীতে।