বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi-Yunus Meeting: বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও মার্কিন মুলুকে মোদী-ইউনুস বৈঠক সম্ভব নয়

Modi-Yunus Meeting: বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও মার্কিন মুলুকে মোদী-ইউনুস বৈঠক সম্ভব নয়

নরেন্দ্র মোদী ও মহম্মদ ইউনুস (ফাইল ছবি) (HT_PRINT)

একদিকে, নানা প্রসঙ্গে ভারতের সমালোচনা করে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা, অন্যদিকে তাঁরাই আবার আমেরিকায় মোদী-ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক চাইছেন! কিন্তু, আপাতত সেটা সম্ভব নয় বলেই দাবি সংশ্লিষ্ট সূত্রের। কোথায় সমস্যা? জানুন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের সঙ্গে শীঘ্রই কোনও বৈঠকের সম্ভাবনা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার নয়া দিল্লির একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

উল্লেখ্য, আগামী সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে যাবেন দুই রাষ্ট্রনেতা। কিন্তু, ইউনুসের সঙ্গে মোদী আলাদাভাবে সাক্ষাৎ করবেন বলে মনে হয় না।

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিকেই এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল। ঢাকার প্রস্তাব ছিল, নরেন্দ্র মোদীর মতোই মহম্মদ ইউনুসও আমেরিকায় আয়োজিত রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকে যোগ দেবেন। সেই সময়েই আলাদা করে দু'জনের দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হোক।

আসলে হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, তা নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত। ঢাকার বক্তব্য, এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রনেতার বৈঠক হলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ধোঁয়াশা অনেকটাই স্পষ্ট হবে। কিন্তু, নয়া দিল্লি এই প্রস্তাবে সাড়া দিতে পারবে না বলেই দাবি সূত্রের।

এর নেপথ্যে যথেষ্ট যুক্তিযুক্ত কারণও রয়েছে। প্রথমত, এই ধরনের কোনও বৈঠক আপাতত ভারতের অ্য়াজেন্ডা নয়। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী মোদী তিনদিনের সফরে আমেরিকা যাচ্ছেন। তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। যা অনেক আগে থেকেই স্থির করা ছিল।

আগামী ২১ সেপ্টেম্বর উইলমিংটনে কোয়াড নেতাদের সম্মেলনে যোগ দেবেন তিনি। তারপর, ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভার বৈঠকেও বক্তৃতা করার কথা রয়েছে তাঁর।

নাম প্রকাশে অনিচ্ছুক নয়া দিল্লির এক আধিকারিক জানিয়েছেন, একথা ঠিক যে নিউ ইয়র্কে থাকাকালীন বেশ কয়েকজন রাষ্ট্রনেতার সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদী। কিন্তু, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে তাঁর কোনও বৈঠকের সম্ভাবনা নেই।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করেন মহম্মদ ইউনুস। তাছাড়া, সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা প্রায় নিয়মিত ভারত সম্পর্কে নানা মন্তব্য করে চলেছেন। তাঁদের সেইসব মন্তব্য নয়া দিল্লি খুব একটা নেক নজরে দেখছে না বলেই দাবি সূত্রের।

সংশ্লিষ্ট সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস শেখ হাসিনা ও তাঁর সরকারের সমালোচনা করেন এবং ভারতে আশ্রয় নেওয়া প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রীকে স্বদেশে প্রত্যার্পণের জন্য ঢাকার তরফে নয়া দিল্লির কাছে প্রস্তাব পাঠানো হতে পারে বলেও দাবি করেন।

পাশাপাশি, ইউনুস বলেন, ভারত মনে করে, একমাত্র হাসিনার আওয়ামি লিগ ছাড়া বাংলাদেশের বাকি সব রাজনৈতিক দলই ইসলামপন্থী। ভারতের এই ধারণা বদল করা দরকার বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

হাসিনা ও ভারত প্রসঙ্গে একই সুর শোনা গিয়েছে বাংলাদেশের কার্যনির্বাহী বিদেশমন্ত্রীর গলাতেও। এই প্রেক্ষাপটে মোদী-ইউনুস বৈঠকের সম্ভাবনা একেবারেই নেই বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

পাশাপাশি, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও মোদীর বৈঠকের কোনও পরিকল্পনা নেই। তবে, তাঁদের মুখোমুখি সাক্ষাৎ হলেও হতে পারে। যদিও ট্রাম্পের তরফে দাবি করা হয়েছে, তিনি নাকি আগামী সপ্তাহেই মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরবর্তী খবর

Latest News

ঘর বয়ে আসবেন দেবী লক্ষ্মী, শুধুমাত্র ফলো করুন এই ৯ ফেং শুই টিপস টিমটিম করছে 'জাট'-এর ব্যবসা, এদিকে ৪৫ কোটির দোরগোড়ায় ‘কেশরী চ্যাপ্টার ২’! ‘বলুন হিন্দু বলে মেরেছে..…’,পহেলগাঁওয়ে মৃত বিতানের স্ত্রী'র সঙ্গে দেখা শুভেন্দুর ভারতের হয়ে খেলার আগেই ইমরানের পাকিস্তানের হয়ে মাঠে নামেন সচিন- জানুন অজানা গল্প ধনু,মকর, কুম্ভ, মীনের মধ্যে আজ লাকি কারা? রইল ২৪ এপ্রিল ২০২৫র রাশিফল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে লাকি কারা? ২৪ এপ্রিল ২০২৫র রাশিফল রইল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? রইল ২৫ এপ্রিল ২০২৫ সালের রাশিফল ছোটবেলায় সচিন ব্যাট করার সময় কেন মিডল স্টাম্পে ১ টাকার কয়েন রাখতেন গুরু আচরেকর? কাশ্মীরের ঘাতক জঙ্গিদের খোঁজ দিলেই মোটা টাকা পুরস্কার, জানাবেন কোন নম্বরে? পোলার্ডের ছক্কার রেকর্ড চুরমার করে কোহলির পাশে রোহিত, ১২ হাজারের শিখরে হিটম্যান

Latest nation and world News in Bangla

কাশ্মীরের ঘাতক জঙ্গিদের খোঁজ দিলেই মোটা টাকা পুরস্কার, জানাবেন কোন নম্বরে? ধাওয়া করে প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে গুলি, বিবাহবার্ষিকী উদযাপনে গিয়ে নিহত ব্যক্তি ‘বদনাম হয়ে গেল’ জঙ্গি হানার পরে এখনও কি পহেলগাঁওতে আছেন পর্যটকরা? ‘পাসপোর্টের সমস্যা না থাকলে, এখন হয়তো ওরা ফ্লোরিডায় থাকত’ পহেলগাঁওয়ে নয় রক্ত নিয়ে জল পাবে না! রদ সিন্ধু জলচুক্তি, পহেলগাঁওয়ের পরেই পাককে পঞ্চবাণ ভারতের পহেলগাঁও হামলায় পাক-যোগ না থাকলে ভয় পাচ্ছেন কেন? দেশের মধ্যেই প্রশ্নের মুখে শরিফ ‘মোদী কা আদমি?’ শুনেই গুলি! বাবার জন্মদিনের প্ল্যানিং বাকি রয়ে গেল মেয়ের জবাব দিতে পারে ভারত, ঘুম উড়ল পাকিস্তানের! টেনশনে কী করছে পাক বিমান? Report কাশ্মীর যাওয়ার সখ ছিল বহু দিনের, ভূস্বর্গে রক্ত দিয়েই চিরনিদ্রায় কলকাতার বিতান তেরঙা জড়ানো কফিনে মাথা রেখে কান্না, কাশ্মীরে মৃত নৌসেনা স্বামীকে স্যালুট নববধূর

IPL 2025 News in Bangla

২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.