সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হুডখোলা জিপে চড়ে রিল বানাচ্ছেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পুত্র। এখানেই শেষ নয়। তাকে আবার পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ভাইরাল সেই ভিডিয়োকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। মন্ত্রীপুত্রের শখ হয়েছে রিলস বানানোর। কিন্তু সেই রিলস বানানোর ক্ষেত্রে পাহারা দিচ্ছে পুলিশ। এটা কেমন কথা! তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
এদিকে প্রথমদিকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পুরোপুরি ছেলের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি গোটা ঘটনার একটা ব্যাখাও দিয়েছিলেন। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়ার দাবি করেছিলেন তাঁর স্কুল পড়ুয়া পুত্র কোনও ভুল করেননি। এমনকী ভিডিয়োতে যে পুলিশকর্মীদের দেখা গিয়েছিল তারা যে সবাই তাঁর পুত্রের নিরাপত্তারক্ষী এটাও তারা জানিয়ে দিয়েছিলেন। তবে ভিডিয়ো ছড়িয়ে পড়তেই এনিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। অনেকেই এনিয়ে নানা মন্তব্য করতে থাকেন। ঘরে বাইরে বিতর্কের মাঝে পড়েন খোদ উপমুখ্য়মন্ত্রী। এরপরই তিনি ছেলের এই কাজের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।
তিনি বলেন,আমি চাই না আমার জন্য দল বা অন্য কোথাও কোনও সমস্যা হোক। এই কারণে আমার ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি। সে এমন কাজ আর করবে না। আমি তাকে বুঝিয়ে দিয়েছি। একেবারে ছেলের হয়ে ক্ষমা চেয়ে নেন তিনি।
তবে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেট নাগরিকরা একেবারে ঝাপিয়ে পড়েন। মন্ত্রী পুত্রের ভূমিকার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। কেন এই রিলস বানানোর সময় পুলিশের পাহারা তা নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না সেই দাবিও করা হয়।
ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল সেই ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি হুডখোলা জিপে রয়েছেন মন্ত্রী পুত্র। আরও কয়েকজন রয়েছেন সেই জিপে। এরপর তিনি রীতিমতো রিলস বানাচ্ছেন। এদিকে তাদের গাড়ি সঙ্গে একটি পুলিশের গাড়িও ছিল। এদিকে প্রথমদিকে ছেলের কীর্তির পাশেই দাঁড়িয়েছিলেন উপমুখ্য়মন্ত্রী।
সেই সময় তিনি বলেছিলেন, ভিডিয়োতে আমার ছেলেকে দেখা যাচ্ছে। এতে কোনও ভুল নেই। আমি ভাগ্যবান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার মতো একজনকে উপমুখ্যমন্ত্রী বানিয়েছেন। সেকারণে আমার ছেলে দামি গাড়িতে চড়ার সুযোগ পাচ্ছে। আমার ছেলে স্কুলে পড়াশোনা করে। সে তার বন্ধুদের সঙ্গে যাচ্ছিল। আর পেছনে যা গাড়ি যাচ্ছিল তা নিরাপত্তার জন্য। বলেছিলেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।