বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সফরসঙ্গী ছিলেন কুণাল ঘোষ। শনিবার মুখ্য়মন্ত্রী ফিরে এসেছেন লন্ডন থেকে। ফিরেছেন কুণাল ঘোষও। এরপর কলকাতায় বসে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট। সেখানে তিনি লিখেছেন, অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বাধা দিতে যাওয়া ফ্লপ বিপ্লবী ডাঃ রজতশুভ্রর কীর্তি দেখুন। এরা নাকি বাংলা নিয়ে মাথা ঘামাচ্ছে!
অপর একজন লিখেছেন, এই খবর যদি সত্যি হয় তবে তো আমি বলব যে বাংলার তথা ভারতের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে এই ডাক্তার।
প্রসঙ্গত এবার লন্ডন সফরের প্রায় পুরোটাই যথাযথ থাকলেও সুর কাটে অক্সফোর্ডের কেলগ কলেজে। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় যখন বক্তব্য দিচ্ছিলেন তখন কয়েকজন নানা প্রশ্ন করতে শুরু করেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি তাঁরা ছিলেন ছপিস। এমনকী সেখানকার লোকজন তাঁদেরকে চ্যালেঞ্জ করেন, তাড়া করে বের করে দেন বলেও তিনি দাবি করেছিলেন।
এবার তিনি এক চিকিৎসকের কথা উল্লেখ করেছেন যিনি ছিলেন ওই বিক্ষোভকারীদের অন্যতম। তবে তিনি আদৌ বিক্ষোভে ছিলেন কি না তা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা।