বাংলা নিউজ > ঘরে বাইরে > শতাব্দী এক্সপ্রেসে বিধ্বংসী আগুন! দাউ দাউ করে জ্বলছে ট্রেন
শনিবার বিধ্বংসী আগুন লাগল দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে। মাঝরাস্তায় কাঁসরো স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন লাগে। ধোঁয়া বের হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত বেরিয়ে গিয়েছেন যাত্রীরা। ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
এদিন সি-ফোর কামরায় হঠাত্ই ধোঁয়া বের হতে শুরু করে। দ্রুত বের করে আনা হয় যাত্রীদের। প্রায় ৩৫ জন যাত্রীদের সকলকেই সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে রেল পুলিশ। ট্রেন চলন্ত অবস্থায় এরকম হলে কী হত তাই ভেবে আঁতকে উঠছেন যাত্রীরা।

রেলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে ট্রেনের কামরায়। তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে রেল পুলিশ।
পরবর্তী খবর