ইউরোপিয়ান ইউনিয়নের উপর মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপের সময়সীমা বাড়াতেই রকেটের গতিতে ছুটছে ভারতের শেয়ার বাজার।সপ্তাহের প্রথম কাজের দিনেই ষাঁড়ের দাপাদাপি শুরু বিএসই ও এনসিইতে। সকাল ৯ টা ১৭ নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় ৫৪৯.১০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছায় ৮২,২৭০। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ১৫৪.৮০ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছায় ২৫,০০৭ পয়েন্টের স্তরে।শনি ও রবিবার দু’দিন বাজার বন্ধ থাকার পর সোমবার সকালে বাজার খুলতেই বিনিয়োগকারীদের মুখে ফুটেছে চওড়া হাসি।
আরও পড়ুন-'যেকোনও বিঘ্ন রংপুরকে বাংলাদেশ থেকে...', ইউনুসের দেশের ২ 'চিকেন নেক' নিয়ে হুঙ্কার হিমন্তর
বেলা বাড়তেই লাফিয়ে বাড়তে শুরু করে স্টক এক্সচেঞ্জের সূচকগুলির গ্রাফ। বিএসই সেনসেক্স কিছুক্ষণের মধ্যেই ৬২৫ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৮২,৩৫৭.২৭-এ। অন্যদিকে, এনএসই নিফটি রেকর্ড ছুঁয়ে গেল ২৫,০০০ পয়েন্টের ওপরে। এদিন নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০ -এর সূচক প্রায় ০.৪৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সকালের ট্রেডে সেক্টরগুলির মধ্যে প্রতিটির সূচক ছিল সবুজে। এদিন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল, নিফটি রিয়েলটি, নিফটি মিডিয়া, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি ইনফ্রা, নিফটি কমোডিটিজ, নিফটি কনজাম্পশন, নিফটি পিএসই, নিফটি সার্ভিসেস সেক্টর, নিফটি কনজিউমার ডিউরেবলস, নিফটি হেলথকেয়ার এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচকে।
মুনাফার নিরিখে শীর্ষে রয়েছে ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ, জেকে সিমেন্ট, লিন্ডে ইন্ডিয়া, টিমকেন ইন্ডিয়া, এমকিওর ফার্মাসিউটিক্যালস, নেটওয়েব টেকনোলজিস ইন্ডিয়া, টেকনো ইলেকট্রিক, জুবিল্যান্ট লাইফ, স্যাফায়ার ফুডস, গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস, নারায়ণা হৃদয়ালয়, ফাইজার এবং হাডকোর শেয়ার। অন্যদিকে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হোনাসা কনজিউমার, ইটারনাল, অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার, শ্যাম মেটালিকস, এইচবিএল পাওয়ার, ডালমিয়া ভারত, স্টার হেলথ, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস, এবিবি পাওয়ার এবং আরবিএল ব্যাঙ্কের শেয়ারে।
আরও পড়ুন-'যেকোনও বিঘ্ন রংপুরকে বাংলাদেশ থেকে...', ইউনুসের দেশের ২ 'চিকেন নেক' নিয়ে হুঙ্কার হিমন্তর
উল্লেখ্য শুক্রবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আগামী ১ জুন থেকে। এরপরেই তড়িঘড়ি রবিবার ফোন করে ইইউ প্রধান উরসুলা ভন ডের লেয়েন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান বলে দাবি ট্রাম্পের। অবশেষে তিনি সেই অনুরোধ রেখেছেন। অন্যান্য দেশের মতো বাণিজ্য আলোচনার জন্য ৯ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ইইউ-কে।