পাকিস্তানের বুকে ভারতের ‘অপারেশন সিঁদুর’র পর থেকেই কূটনৈতিক আঙিনায় দুই দেশই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান তলে ধরতে পর পর পদক্ষেপ করছে। সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চার দেশের সফরে রওনা হয়েছেন। প্রথমেই তিনি গিয়েছেন পাকিস্তানের ‘ভ্রাতৃপ্রতিম’ তুরস্কে। এদিকে, শাহবাজ যখন তুরস্কের ভ্রাতৃত্বে মুগ্ন, তখনই ভারতের বিদেশমন্ত্রীর জয়শংকরের ফোন গেল কানাডায়।
উল্লেখ্য, খলিস্তান ইস্যুতে, একটা দীর্ঘ সময় ধরে কানাডা ও ভারতে সম্পর্কে শীতলতা আসে।কানাডায় নিজ্জরের মৃত্যু ঘিরে সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ট্রুডো আঙুল তুলেছিলেন ভারতের দিকে। এরপর থেকেই সম্পর্কে ধরে চিড়। সেই অধ্যায়ের পর কেটে গিয়েছে বহু সময়। সদ্য ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর ফোন করেছিলেন কানাডার বিদেমন্ত্রী অনিতা আনন্দকে। উল্লেখ্য, কানাডার বিদেশমন্ত্রী অনিতা, ভারতীয় বংশোদ্ভূত। প্রসঙ্গত, কানাডার তখতে এখন মার্ক কার্নি। আর ট্রুজো জমামা পিছনে রেখে, সেদেশের গদিতে নতুন কার্নি সরকার আসতেই ভারত ও কানাডার মধ্যে এই প্রথম মন্ত্রী পর্যায়ের কোনও আলোচনা হল। অনিতা আনন্দের সঙ্গে জয়শংকরের টেলিকনফারেন্সে কথা সম্পর্কে এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে জানান জয়শংকরই। তিনি লেখেন,' কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সাথে টেলিকন-এর প্রশংসা করি। ভারত-কানাডা সম্পর্কের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। তার সফল মেয়াদ কামনা করেছি।'
( নিম্নচাপের চোখ রাঙানি! তেড়ে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? রইল আবহাওয়ার পূর্বাভাস)
উল্লেখ্য, পহেলগাঁওতে জঙ্গি হানার পর পাকিস্তানে পর পর ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারত। পাল্টা পাকিস্তান হামলা করলে, তার জবাবে সেদেশের তাবড় বায়ুঘাঁটি চুরমার করে দেন ভারতীয় সেনা। এই ঘটনার পরবর্তীতে দুই দেশের সংঘর্ষ বিরতি বজায় থাকলেও, কূটনৈতিক আঙিনায় ভারত নিজের অবস্থান ক্রমাগত বিশ্বের কাছে তুলে ধরছে। বিশ্বের নানান দেশে ভারত সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল পাঠিয়ে সন্ত্রাস দমনে নিজের অবস্থান তুলে ধরেছে। সদ্য ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরও গিয়েছিলেন ইউরোপের ৩ দেশে। এরপর তাঁর সঙ্গে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের ফোনে কথা, বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গিয়েছেন তুরস্কে। সেখানে পৌঁছতেই তিনি তাঁর পোস্টে লেখেন,' আজ সন্ধ্যায় ইস্তাম্বুলে আমার প্রিয় ভাই প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগানের সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে। সাম্প্রতিক পাকিস্তান-ভারত সংঘর্ষে পাকিস্তানের প্রতি তার দৃঢ় সমর্থনের জন্য তাকে ধন্যবাদ।' ফলত, সদ্য হওয়া ভারত পাক সংঘর্ষে তুরস্কের অবস্থান আরও স্পষ্ট করে দিলেন পাক প্রধানমন্ত্রী। উল্লেখ্য, শাহবাজের এই বার্তার পর তুরস্কের তরফে তুরস্কের তরফে ‘ডিরেক্টোরেট অফ কমিউনিকেশন’ এক বিবৃতিতে জানায়,' বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন যে, তুরস্ক এবং পাকিস্তান তাদের সম্পর্ককে এগিয়ে নিতে এবং পাঁচ বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।' জানা দিয়েছে, এই দেশের সফরের পর তিনি ইরান, আজারবাইজান এবং তাজিকিস্তানে যাবেন।