প্রিয়াঙ্কা দেব বর্মনত্রিপুরার সীমান্ত এলাকায় সুরক্ষাবাহিনীকে আরও জোরদার করা হল। জঙ্গিদের আনাগোনা বাড়ছে এই খবর পাওয়ার পরেই আরও তৎপর হল বাহিনী। শুক্রবার পুলিশ সূত্রে খবর। আইজি( ইনটেলিজেন্স) কৃষ্ণেন্দু চক্রবর্তী সম্প্রতি নর্থ ও উনকোটি জেলাগুলিতে গিয়েছিলেন। একাধিক মিটিং করেন বাহিনীর সঙ্গে। এলাকায় জঙ্গি তৎপরতা সংক্রান্ত বিষয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। ওই আধিকারিক জানিয়েছেন, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জঙ্গি কার্যকলাপের খবর মেলার পরে। এদিকে অন্তত ৫৮৪জন এনএলএফটি জঙ্গি, অল ত্রিপুরা টাইগার ফোর্স মূল স্রোতে ফিরে এসেছেন। ত্রিপুরা সরকার ও দুটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে চুক্তির জেরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ত্রিপুরার মুখ্য়মন্ত্রী মানিক সাহা, তিপ্রা মোথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মার উপস্থিতিতে এই মিটিং হয়েছিল। এই চুক্তি অনুসারে কেন্দ্র ২৫০ কোটির প্যাকেজ ঘোষণা করেছে তাদের পুনর্বাসনের জন্য। এদিকে ত্রিপুরায় এর আগে একের পর এক জঙ্গি কার্যকলাপের ঘটনা হয়েছে। এনএলএফটি, এটিটিএফ, সহ একাধিক গোষ্ঠী মাঝেমধ্যে মাথাচাড়া দিয়েছে। সেই ১৯৮০ সাল থেকে ২০০০ সালের প্রথম পর্যন্ত একের পর এক রক্তক্ষয়ী ঘটনা হয়েছে। এর জেরে বার বার অশান্ত হয়েছে ত্রিপুরা।