Weather Thunderstorm Update: রাজধানী দিল্লির বুকে মরশুমের সবচেয়ে শক্তিশালী ঝড়! হাওয়ার গতি ছুঁল ঘণ্টা প্রতি ৯৯ কিমি
Updated: 27 May 2023, 01:29 PM ISTদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন ভয়াবহ ঝড়ের প্রভাব দেখা গিয়েছে। যে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ৯৯ কিলোমিটার প্রতি ঘণ্টা, বলে জানা গিয়েছে। দিল্লির বহু অংশে হালকা থেকে ভারী বর্ষণ হয়েছে।
সপ্তাহান্তে ভয়াবহ ঝড় রাজধানী দিল্লির বুকে। শনিবার দিল্লি এনসিআর-এ ভয়াবহ ঝড়ের জেরে ৬ টি বিমানের রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে। বহু বিমান দেরিতে ছেড়েছে ও অবতরণ করেছে। দিল্লির বেশ কয়েকটি অংশে ঝড়ের সঙ্গে বৃষ্টিও দেখা গিয়েছে। ( PTI Photo/Kamal Singh)(PTI05_27_2023_000049B)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি