হাতে পড়ে মাত্র কয়েকদিন, এই কাজটা না করলে বড়সড় ঝামেলায় পড়বেন SBI গ্রাহকরা
1 মিনিটে পড়ুন Updated: 08 Mar 2022, 08:46 AM IST- -তে যান।
২) 'Quick Links'-এর আওতায় 'Link Aadhaar'-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। তাতে নিজের প্যান এবং আধার নম্বর দিন।
৪) 'View Link Aadhaar Status'-তে ক্লিক করুন।
৫) আপনার প্যান ও আধার কার্ড সংযুক্ত আছে কিনা, তা স্ক্রিনে দেখাবে।
-তে যান। নিজের তথ্য দিয়ে লগইন করুন।২) 'Profile Links'-এর আওতায় 'Link Aadhaar'-তে ক্লিক করুন।
৩) প্যান কার্ডে যেমন আছে, সেইমতো জন্মতারিখ, লিঙ্গের মতো তথ্য দিতে হবে।
৪) আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের তথ্য মিলিয়ে নিন। যদি কোনও তথ্যের অমিল পাওয়া যায়, তাহলে নথি সংশোধন করতে হবে।
৫) যদি দুটি নথির তথ্য মিলে যায়, তাহলে 'Link Now'-তে ক্লিক করুন।
৬) স্ক্রিনে মেসেজ আসবে যে আপনার প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণ হয়ে গিয়েছে।