বাংলা নিউজ > ঘরে বাইরে > Ayodhya seer threatens Bihar Minister: সনাতনীদের 'অপমান', মন্ত্রীর জিভ কেটে ফেললে ১০ কোটি টাকা পুরস্কার: অযোধ্যার সাধু
পরবর্তী খবর
Ayodhya seer threatens Bihar Minister: সনাতনীদের 'অপমান', মন্ত্রীর জিভ কেটে ফেললে ১০ কোটি টাকা পুরস্কার: অযোধ্যার সাধু
1 মিনিটে পড়ুন Updated: 12 Jan 2023, 08:42 PM ISTAyan Das
Ayodhya seer threatens Bihar Minister: অযোধ্যার সাধু দাবি করেন, রামচরিতমানস নিয়ে যে মন্তব্য করেছেন বিহারের শিক্ষামন্ত্রী, তা কোনওভাবে বরদাস্ত করা হবে না। রামচরিতমানস একটি বই, যা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না।
জিভ কেটে দিলে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করলেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। তিনি জানান, ক্ষমা চাইতে হবে বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখরকে। এক সপ্তাহের মধ্যে বরখাস্ত করতে হবে। যিনি দাবি করেছিলেন যে রামচরিতমানসের মতো বইগুলি মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ায়।
বৃহস্পতিবার অযোধ্যার সাধু দাবি করেন, রামচরিতমানস নিয়ে যে মন্তব্য করেছেন বিহারের শিক্ষামন্ত্রী, তা কোনওভাবে বরদাস্ত করা হবে না। রামচরিতমানস একটি বই, যা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না। বরং মানুষকে একসূত্রকে গেঁথে রাখে রামচরিতমানস। সেই বইয়ের মাধ্যমে মানবিকতা প্রতিষ্ঠা করা হয়। এটা ভারতীয় সংস্কৃতির উৎকৃষ্ট উদাহরণ। এটা দেশের গর্ব।
অযোধ্যার সাধু বলেন, 'যেভাবে রামচরিতমানসকে ঘৃণা ছড়ানো বই হিসেবে উল্লেখ করেছেন বিহারের শিক্ষামন্ত্রী, তাতে পুরো দেশ আঘাত পেয়েছে। সব সনাতনীদের প্রতি অপমান এটা। ওই মন্তব্যের জন্য আমি আইনি পদক্ষেপের দাবি তুলেছি। এক সপ্তাহের তাঁকে বরখাস্ত করতে হবে। তাঁকে ক্ষমা চাইতে হবে। সেটা যদি না হয়, তাহলে যে ব্যক্তি বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখরের জিভ কেটে দিতে পারবেন, তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করছি আমি।'
ঠিক কী বলেছিলেন বিহারের শিক্ষামন্ত্রী? গত বুধবার নালন্দা ওপেন ইউনিভার্সিটির পঞ্চদশ সমাবর্তনে বিহারের শিক্ষামন্ত্রী দাবি করেন, রামায়ণের উপর নির্ভর করে লেখা হিন্দু ধর্মের বই রামচরিতমানসের মাধ্যমে সমাজে বিদ্বেষ ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, 'কেন মনুস্মৃতি পুড়িয়ে দেওয়া হচ্ছে? কারণ একটি বড় অংশের বিরুদ্ধে অশালীন কথা বলা হয়েছে। কেন রামচরিতমানস আটকানো হয়েছিল? কোন অংশটা আটকানো হয়েছিল? নীচু জাতের মানুষরা শিক্ষার সুযোগ পেতেন না। রামচরিতমানসে বলা হয়েছে যে দুধ খেয়ে সাপ যেমন বিষধর হয়ে ওঠে, তেমনই নীচু জাতের মানুষরা শিক্ষা পেয়ে বিষধর হয়ে ওঠেন।'
উল্লেখ্য, এই প্রথম সংবাদের শিরোনামে এলেন না অযোধ্যার সাধু পরমহংস আচার্য, দিনকয়েক আগেই বলিউড সিনেমা ‘পাঠান’ নিয়ে মন্তব্য করেছিলেন। 'বেশরম' গানে গেরুয়া রঙের অপমান করা হয়েছে বলে দাবি করে অযোধ্যার সাধু মন্তব্য করেছিলেন, কৌশলে লাগাতার হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। তিনি বলেছিলেন, 'আজ আমরা শাহরুখ খানের পোস্টার পুড়িয়েছি। আমি খুঁজছি, যেদিন শাহরুখ খানকে পাওয়া যাবে, সেদিন ওই জিহাদিকে জীবন্ত পুড়িয়ে ফেলব।'