RailTel: Wi-Fi ব্যবহারকারীদের ফোনে বিজ্ঞাপন চালিয়ে বছরে ১৪ কোটি কামাবে রেল
Updated: 04 Jan 2023, 06:54 PM IST Soumick Majumdar 04 Jan 2023 RailTel, Wi-Fi, RailTel wifi, RailTel Wifi project, railway stationভারতে মোট ৬,১০৮টি রেলস্টেশনে RailTel-এর পাবলিক Wi-Fi রয়েছে। এর ব্যবহারকারীর সংখ্যা নেহাত্ কম নয়। প্রায় ১১ লক্ষ ব্যক্তি এই ওয়াই-ফাই ব্যবহার করেন। স্টেশনে ইন্টারনেট ব্যবহার করা জন্য যাত্রীদের অনেকেই এই নেটওয়ার্কে যুক্ত হন।
কীভাবে Wifi থেকে আয় করবে রেল? এর মাধ্যমে মূলত টার্গেট অ্যাড দেওয়া হবে। রেল যাত্রীরা স্টেশনে থাকাকালীন এই বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা ব্যবহার করেন। সেটিই কাজে লাগালে রেল। এই চুক্তির জন্য 3i ইনফোটেক-এর কনসোর্টিয়াম RailTel-কে প্রতি বছর ১৪ কোটি টাকা, অথবা মোট রেভেনিউ-এর ৪০ শতাংশ দেবে। এর মধ্যে যেটির অঙ্ক বেশি হবে, সেটিই রেলটেলকে দিতে হবে সংস্থাকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি