বিধানসভায় বিপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠে সদ্য এক মন্তব্যের জেরে বিতর্কের কেন্দ্রে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বিধানসভায় প্রশ্ন উত্তরকালে তিনি শাসক-বিরোধী পক্ষের মধ্যে তুমুল বচসার মাঝে ভগবন্ত মানের মন্তব্য নিয়ে পঞ্জাবের বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বিধানসভায় বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়ার সঙ্গে ভগবন্ত মানের কথাকাটাকাটি একটি ভয়াবহ পর্যায় পৌঁছয়। সেই সময় ইন্ডি জোটসঙ্গী কংগ্রেসের নেতার বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি ভগবন্ত মান।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এতটাই ক্ষোভে মত্ত হয়ে যান যে ভরা বিধানসভায় বিপক্ষের কংগ্রেসের নেতার দিকে তিনি কটাক্ষের সুরে একের পর এক মন্তব্য করেন। ভগবন্ত মান বলেন, ‘কার সঙ্গে রাহুল, সোনিয়া গান্ধীরা ওঠাবসা করেন? আমার সঙ্গে। কখনও তাঁদের সঙ্গে বসেছেন?’ কংগ্রেস নেতাকে এমন আক্রমণের পরই ভগবন্ত মান বলেন, ‘এক হাতে আপনারা আমাদের সঙ্গে চুক্তি করছেন.. যান বলুন ওঁদের (রাহুল ও সোনিয়া গান্ধী) আমাদের কুরুক্ষেত্র, দিল্লি, গুজরাট আসন দিতে হবে না।’ এরই সঙ্গে কংগ্রেসকে কটাক্ষের সুরে ভগবন্ত মান স্মরণ করিয়ে দেন কংগ্রেসের বহু বর্ষীয়ান নেতা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
( Pak Terrorist death Mysteriously: পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু কাশ্মীরি জঙ্গির! সন্ত্রাসবাদী চিমার পর এবার খবরে রহমান)
এদিকে, জানা গিয়েছে, পঞ্জাব বিধানসভায় অধিবেশন শুরুর আগে স্পিকারকে একটি খামে তালা আর চাবি দিয়ে দেন ভগবন্ত মান। প্রতীকী কটাক্ষের সুরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা ভিতর থেকে 'লক' করে দিলে আর বিরোধীরা ওয়াক আউট করতে পারবেন না। বিধানসভার স্পিকারকে ভগবন্ত মান বলেন, ‘আমি সত্য কথা বলব, এবং তারা তা সহ্য করবে না। একটি তালা রাখুন যাতে তারা ওয়াক আউট না করেন।’