বিহারের শাসন ক্ষমতায় এলে 'একঘণ্টার মধ্যেই মদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার' করে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন জন সুরজ দলের প্রধান নেতা প্রশান্ত কিশোর।
আগামী ২ অক্টোবর, দলের প্রতিষ্ঠা দিবসের আগে ফের একবার নিজের দুই বর্তমান রাজৈনতিক প্রতিপক্ষ রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং জনতা দল (সংযুক্ত)-এর বিরুদ্ধে তোপ দাগেন প্রশান্ত। বলেন, বিহারের মানুষ এই দুই দলকে এত দিন ধরে সহ্য করেছে। আর নয়।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রশান্ত আরও বলেন, 'আমরা গত দু'বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। জন সুরজ যদি রাজ্যে সরকার গঠন করতে পারে, তাহলে ক্ষমতায় আসার এক ঘণ্টার মধ্যেই আমরা মদের উপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেব।'
বিহারের রাজনীতিতে গত কয়েক দিন ধরেই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের মধ্যে দড়ি টানাটানি চলছে। তা নিয়েও প্রশ্ন করা হয় প্রশান্ত কিশোরকে। জানতে চাওয়া হয়, তেজস্বী যাদব সম্প্রতি যেভাবে মাঠে নেমে রাজনীতি করছেন এবং একেবারে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছেন, তা নিয়ে তাঁর কী বক্তব্য?