'যাঁরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিতে আসবে, তাঁদেরও মুছে যেতে হবে।' গুজরাটে দাঁড়িয়ে ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুর’ শুধুই সামরিক অভিযান নয়, বরং তা ভারতের সংস্কার ও ভাবনার প্রতিফলন।অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথম নিজের রাজ্য সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমে আহমেদাবাদে ৫০ হাজার জনতার সামনে রোড শো। তারপর লক্ষ-কোটি টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস। সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি? রাজধানী দিল্লিতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান
সোমবার দাহোদে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘জম্মু-কাশ্মীর পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা যা ঘটিয়েছে, তারপর ভারত কি চুপ করে বসে থাকতে পারে? মোদী কি চুপ করে বসে থাকতে পারে? যখন কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দিতে আসবে, তখন তাদেরও মুছে যেতে হবে, এটা নিশ্চিত। অপারেশন সিঁদুর শুধুই একটা সামরিক অভিযান নয়। এটা ভারতীয়দের সংস্কার, ভাবনার অভিব্যক্তি।’ প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘যারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে, তারা স্বপ্নেও ভাবতে পারেনি, মোদীর সঙ্গে মোকাবিলা করা কতটা কঠিন।’ তাঁর কথায়, ‘সন্ত্রাসবাদীরা দেশের ১৪০ কোটি জনগণের দিকে চ্যালেঞ্জ ছুড়েছিল। তাই মোদীও ঠিক সেটাই করেছে। যা করার জন্য আপনারা আমাকে প্রধান সেবকের পদে বসিয়েছেন। মোদী তাঁর তিন সেনাবাহিনীকেই ফ্রি-হ্যান্ড দিয়েছিল। তার ওই বীরেরা যা করেছেন। তা প্রশংসাযোগ্য। ২২ তারিখ ওরা যে খেলাটা শুরু করেছিল, তার শেষটা ৬ তারিখ রাতে ২২ মিনিটেই শেষ করেছে ভারত।'
পাকিস্তানকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'যে দেশের জন্মই হয়েছিল ভারত-বিরোধিতার ভিত্তিতে, তারা ভারতের শান্তি ও উন্নয়ন সহ্য করতে পারে না। কিন্তু আমরা দারিদ্র দূর করে, সেনাকে মজবুত করে বিকশিত ভারত গড়ার দিকে এগিয়ে যাচ্ছি।' তিনি আরও বলেন, 'সাম্প্রতিক বছরগুলিতে, দেশ এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা অকল্পনীয় এবং অভূতপূর্ব ।দেশ কয়েক দশকের পুরনো শৃঙ্খল ভেঙে দিয়েছে... ১৪০ কোটি ভারতীয় আমাদের দেশকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন।'
আরও পড়ুন-পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি? রাজধানী দিল্লিতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান
২০১৪ সালের ২৬ মে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হন নরেন্দ্র মোদী ৷ তার আগে গুজরাটের ৪ বারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ৷ এদিন বক্তব্য রাখার সময় সেই সমস্ত স্মৃতি রোমন্থন করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, 'বিগত কয়েক বছরে দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করে দিয়েছি ৷ দশকের পর দশক ধরে চলে আসা নিয়ম ভেঙে গিয়েছে ৷ একাধিক অকল্পনীয় এবং অভুতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে দেশ ৷ বর্তমানে প্রতিটি বিষয়ে এগিয়ে রয়েছে দেশ ৷'